Travel

বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব

বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব – ১০,৯৯৪ কিলোমিটার। কানাডা থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগবে সেটি নির্ভর করে আপনি যে বিমানে টিকিট ক্রয় করেছেন তাদের উপরে। তবে, আপনি যদি ওয়ান স্টপ বা ওয়ান স্টপ প্লাস ফ্লাইটের টিকিট ক্রয় করে থাকেন তাহলে আনুমানিক ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মত সময় লাগতে পারে।

বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব

অনেকে রয়েছেন যারা বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত কিলোমিটার সেটি সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন। যারা জানেন না তাদের সুবিধার্থে বলছি, বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব হলো; ১০,৯৯৪ কিলোমিটার।

কানাডার জনসংখ্যা কত কোটি

আমাদের আজকের আর্টিকেলের এই পর্যায়ে আমরা আপনাদের সাথে কানাডার জনসংখ্যা কত কোটি সেই বিষয়টি সম্পর্কে কথা বলবো। প্রথম আলোর সোর্স থেকে জানা তথ্য অনুযায়ী, কানাডার জনসংখ্যা হলো; ৩ কোটি ৯৫ লক্ষ ৬৬ হাজার ২৪৮ জন।

আরো পড়ুন: আয়ারল্যান্ড বেতন কত | আয়ারল্যান্ডে ভিসা খরচ কত

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে

বিমানে বাংলাদেশ থেকে কানাডা যেতে 24 ঘন্টা 48 মিনিট সময় লাগে। তবে, বাতাসের গতির উপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে। বিমান টেক-অফ করার জন্য 15 মিনিট এবং ল্যান্ডিংয়ের জন্য 15 মিনিট মোট অতিরিক্ত 30 মিনিট সময় যোগ করে।

মনে রাখবেন, আলাদা আলাদা বিমানে ফ্লাই করতে একেক রকমের সময় লাগে। আপনি যে বিমানে ফ্লাই করবেন সেই বিমানের টিকেট বুকিং করার সময় আপনার কানাডা যেতে কত সময় লাগবে সেটা উল্লেখ করা থাকবে। এছাড়া বাংলাদেশ থেকে সরাসরি বিমান কানাডা যাবে না। বাংলাদেশ থেকে প্রথমে আপনাকে যেতে হবে কাতারে তারপর সেখান থেকে কানাডা যেতে হবে।

বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া একেক বিমানে একেক রকমের ভাড়া নেওয়া হয়। তবে, ঢাকা টু কানাডা বিমানে ফ্লাই করতে আপনার ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা লাগবে।

অর্থ্যাৎ ১ হাজার ডলার থেকে ১ হাজার ৮০০ ডলার কানাডার বিমান ভাড়া।

আমি আগেই বলেছি একেক বিমানের ভাড়া একেক তারিখে একেক রকম। Qatar Airlines বিমানের কানাডার ভাড়া এক রকম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়া একেক রকম।

আবার Emirates বিমানের ভাড়া একেক রকম, Air Canada বিমানের ভাড়া একেক রকম। অর্থ্যাৎ আপনি যে বিমানে ফ্লাই করেন না কেন একেক তারিখে একেক রকম ভাড়া।

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে
আপনি যদি কানাডা যেতে চান তাহলে প্রথমে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। কানাডা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে।

আলাদা আলাদা ভিসার ক্ষেত্রে পেমেন্ট আলাদা আলাদা হয়৷ অর্থ্যাৎ একেক ক্যাটাগরির ভিসার খরচ একেক রকম।

Google News

কানাডায় কোন কাজের চাহিদা বেশি

আমাদের বাংলাদেশি ভাই এবং বোনেরা যখন কানাডা যাওয়ার পরিকল্পনা করে তখন তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, আর সেটি হলো কানাডায় কোন কাজের চাহিদা বেশি। নিচে কানাডার কিছু চাহিদাসম্পন্ন কাজের তালিকা দেওয়া হল।

  • ওয়েল্ডিং
  • আইটি ম্যানেজার
  • গ্রাফিক্স ডিজাইন
  • স্বাস্থ্যসেবা
  • নির্মাণ
  • ড্রাইভিং
  • প্রোগ্রামার
  • মার্কেটিং
  • ফিন্যান্স ম্যানেজার
  • টুরিজম গাইড

কানাডা ভিসার দাম কত ?

  • কানাডা শ্রমিক ভিসা : বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য ভিসার আবেদন করার জন্য ১৫০০০ টাকা খরচ হবে। যেকাজের উদ্দেশ্য যেতে চাচ্ছেন সেই কাজে অভিজ্ঞতা থাকলে সহজে ভিসা পেয়ে যাবেন।
  • কানাডা স্টুডেন্ট ভিসা : বাংলাদেশ থেকে কানাডা স্টুডেন্ট ভিসার আবেদন করার জন্য ১৩০০০ টাকা খরচ হবে। এর পাশাপাশি আপনার কমপক্ষে ৬ পয়েন্ট লাগবে।
  • কানাডা ভিজিট ভিসা : বাংলাদেশ থেকে যারা কানাড়া ভিজিট বা ভ্রমন করতে যেতে চান তাদের আবেদন করতে জন প্রতি ৬০০০ টাকা খরচ হবে।

কানাডা কোন মহাদেশে অবস্থিত

কানাড়া উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত। অর্থ্যাৎ কানাডা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। এর মোট আয়তন ৯৯,৮৪,৬৭০ কিলোমিটার।

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button