Facebook Bio

বিকেলে ঘুরাঘুরি নিয়ে ক্যাপশন

বিকেলে ঘুরাঘুরি নিয়ে ক্যাপশন

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
রঙিন খামে যত্নে লেখা আমারই নাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।

বিকেলে ঘুরাঘুরি নিয়ে ক্যাপশন
বিকেলে ঘুরাঘুরি নিয়ে ক্যাপশন

ছেড়া ঘুড়ি রঙ্গিন বল
এই টুকুই সম্বল
আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা
বিকালবেলায় মেয়েরা জল ভরে নিয়ে যায় ঘটে,
তেমনি করে ভরে নিচ্ছি প্রাণের এই কাকলি
আকাশ থেকে
মনটাকে ডুবিয়ে দিয়ে।

ঘোরাঘুরি নিয়ে স্ট্যাটাস – ভ্রমণ নিয়ে ক্যাপশন

আমাকে শুনতে দাও,
আমি কান পেতে আছি।

পড়ে আসছে বেলা;
পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে
কণ্ঠের সঞ্চয় উজাড়-করে-দেবার গান।

আজকে রাতের চাঁদটা না হয় তোমার সাথেই থাক,
আজকে ভোরের পাখিরা গান
তোমার সুরেই গাক
আজ দুপুরে পলাশ বাতাস
তোমায় নিয়েই ভাসুক
আজ বিকেলের সূর্যটা ও
তোমার ভালোবাসুক
জীবন আমার সহজ সরল শান্ত নদের তরী
যতই বাঁধি ছিন্ন কষ্ট খেয়া বাঁধার দড়ি !
দিনের শেষে আঁকি বসে ধূসর মেঘের ছবি
কষ্ট বুকে হয়েছি আজ শেষ বিকেলের কবি |

বিকেলে ঘুরাঘুরি নিয়ে ক্যাপশন

অনেকটা পথ পেরিয়ে আজ ক্লান্তি এল নেমে
তাইতো আমায় পড়তে হবে মৃত্যু ছায়ার প্রেমে
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো.
রাত জেনো ছুটি নেই তোমার আলো,
তাই বাসি ভালো, সোনার আলো…….
আজ বিকালে কোকিল ডাকে,
শুনে মনে লাগে
বাংলাদেশে ছিলেম যেন
তিনশো বছর আগে।

সে দিনের সে স্নিগ্ধ গভীর
গ্রামপথের মায়া
আমার চোখে ফেলেছে আজ
অশ্রুজলের ছায়া।

আমার একলা বিকেল
সন্ধ্যা ছায়া
নীরবতায় হিমেল
হাওয়া ….
বিকেলের পড়ন্ত রোদ্দুরে
বাড়ি ফেরা পথ ধরে
কেউ একজন আসবে ভেবেই
জানালায় বসে কেটেছে প্রহর
এলো না সে ।

মন-কেড়ে-নেওয়া মায়াবী বিকেল বিছিয়েছে জাল
নিপুণ নেশায়। গেল গেল সব, ভেঙে গেল সন, উল্লাসে ঢালা
এই অরণ্য আবার, আবার; শেষবার বুঝি
ভালবেসে নেবে। শিরীষে শিমূলে কথা চলে, আর
ডালে-ডালে নামে লজ্জার লাল,
লাগে থরোথরো শিহরন, তার
কপালে তীব্র সিঁদুরের জ্বালা
জ্বলে ওঠে।

শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে,
তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে ।

এগিয়ে যায় মুহূর্তেরা আর আবছা হয় পরিচিত মুখ-
পিছু ডেকে যায় বারে বারে মন কেমন করা বিকেলগুলো
কবিতায় জেগে থাকে গভীর অসুখ ।

তোর গ্রীস্মের বিকেলে এক টুকরো কালবৈশাখী হওয়ার ইচ্ছাটা আর পূরণ করতে দিবি ?
বিকেল মানেই মজা,
বিকেল মানেই আনন্দ
তাই প্রতিটি বিকেলই
নতুন নতুন মনে হয়

বিকেল তুমি সাজানো ছায়ার খেলা, বেলাশেষের নিশ্চুপ কলতান
বিকেল তুমি হলদে খামের চিঠি, কোন হতাশ পথিকের ফিরে আসার গান
বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড়
বিকেল মানে ক্রিকেট-ফুটবল আর সবুজ মাঠের চিৎকার
শেষ বিকেলের আলোয় কিছু কুড়িয়ে পাওয়া ছবি
টুকরো টুকরো মন খারাপের কোলাজ জলছবি ।

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button