Travel

ঢাকা থেকে কুমিল্লা কত কিলোমিটার

বিভিন্ন প্রয়োজনে মাঝেমধ্যেই আমাদের অনেকের ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার প্রয়োজন পড়ে। তাই ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।ঢাকা থেকে কুমিল্লা ১০৪.৬ কিলোমিটার।ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগবে ২ ঘণ্টা ৪৭ মিনিট।

ঢাকা থেকে কুমিল্লা কত কিলোমিটার

ঢাকা থেকে কুমিল্লা যেতে যে সময় লাগে, প্রাসঙ্গিকভাবেই কুমিল্লা থেকে ঢাকা আসতেও সেই একই সময় লাগে।অর্থাৎ কুমিল্লা থেকে ঢাকার দূরত্বও ১০৪.৬ কিলোমিটার।সেইসাথে কুমিল্লা থেকে ঢাকা আসতে সময় লাগবে ২ ঘণ্টা ৪৭ মিনিট।

বাই রোড ঢাকা থেকে কুমিল্লা কত কিলোমিটার

বাই রোড ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ১০৪.৬ কিলোমিটার।তবে ঢাকার কোন জায়গা থেকে আপনার জার্নি শুরু হবে এবং কুমিল্লার কোথায় পৌছাতে চান তার উপর নির্ভর করে দূরত্ব এবং সময়ের কিছুটা তারতম্য হতে পারে।এছাড়া কুমিল্লা যাওয়ার সময় রাস্তার যানজট অবশ্যই বিবেচনায় রাখা উচিত।

ঢাকা থেকে কুমিল্লা কত মাইল

মাইলের হিসাবে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব মাত্র ৬৫ মাইল।

আরো তথ্য: চিটাগাং থেকে কক্সবাজার কত কিলোমিটার

ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব জেনে রাখা কেন গুরুত্বপূর্ণ

  • বাংলাদেশে ব্যাবসা-বানিজ্যের প্রাণকেন্দ্র ঢাকা হওয়াতে কুমিল্লা থেকে প্রতিদিন বহু মানুষ ঢাকা যাওয়া-আসা করছেন।
  • বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য কুমিল্লার অনেক শিক্ষার্থী ঢাকার কলেজ-ভার্সিটিতে ভর্তি হচ্ছেন।এদের যাতায়াতের সুবিধার জন্য ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব জেনে রাখা জরুরী।
  • উন্নত চিকিৎসার প্রয়োজনে কুমিল্লার অনেক রোগীকে ঢাকা আনতে হয় প্রায়ই।এক্ষেত্রেও ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব জেনে রাখা জরুরী।
  • ঢাকা থেকে যারা ভ্রমনের উদ্দেশ্যে কুমিল্লা যেতে চাচ্ছেন তাদের জন্য কুমিল্লার বিভিন্ন স্থানের দূরত্ব জেনে নেয়া আবশ্যক।
  • বিভিন্ন চাকরীর পরীক্ষায় ঢাকা থেকে কুমিল্লার বিভিন্ন স্থানের দূরত্ব সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায় মাঝে মধ্যেই।এক্ষেত্রে চাকরিপ্রত্যাশী ছাত্র-ছাত্রীদের ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব সম্পর্কিত প্রশ্নের উত্তর জেনে রাখা উচিৎ।

যোগাযোগ ব্যবস্থা

ঢাকা থেকে কুমিল্লা কত কিলোমিটার
ঢাকা থেকে কুমিল্লা কত কিলোমিটার
  • কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। ঢাকা থেকে কুমিল্লা কত কিলোমিটার উপমহাদেশের অন্যতম প্রাচীন সড়ক ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ কুমিল্লা শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের পাশ দিয়ে গেছে। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৭ কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে যাতায়াত করা যায়। তবে রেলপথে ঢাকা থেকে কুমিল্লা যেতে মোট ১৯৭ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।
  • স্থানীয় প্রশাসন, আরএইচডি, এলজিইডি ও পৌরসভা সকল রাস্তাঘাট তদারকি করে থাকে। কুমিল্লাতে আরএইচডি এবং এলজিইডি’র আঞ্চলিক সদর দপ্তর রয়েছে।
    কুমিল্লাতে মোট ১৮০৬ কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে ১২১৯ কিলোমিটার পাকা ও ৫৮৭ কিলোমিটার কাঁচা সড়ক। রেলপথের পরিমাণ ১০৮ কিলোমিটার।কুমিল্লাতে একটি বিমানবন্দর রয়েছে। যা বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না।

সড়কপথঃ

  • ঢাকা হতে কুমিল্লা পৌঁছাতে (বাসযোগে – ভাড়া ১২০/- টাকা থেকে ২২০/-)
ছাড়ার স্থান বাসের নাম ছাড়ার সময় পৌঁছানো সময়
কমলাপুর বাস ডিপো হতে কমলাপুর হতে ১। বিআরটিসি সার্ভিস (এসি) ২। উপকূল সার্ভিস (এসি) সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৮ টা পর্যন্ত গাড়ী ছাড়ার সময় হতে ২-৩ ঘন্টা
সায়েদাবাদ বাসস্ট্যান্ড (রেল গেইটের সম্মুখ হতে) ৩। তিশা সার্ভিস ৪। এশিয়া লাইন (এসি) ৫। এশিয়া লাইন ৬। প্রিন্স সার্ভিস ৭। প্রাইম সার্ভিস ৮। কর্ডোভা সার্ভিস সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৮ টা পর্যন্ত গাড়ী ছাড়ার সময় হতে ২-৩ ঘন্টা
এছাড়াও সায়েদাবাদ বাসস্ট্যান্ড হতে অন্যান্য লোকাল বাস সার্ভিস আছে।
  • কুমিল্লা হতে ঢাকা পৌঁছাতে (বাসযোগে- ভাড়া ১২০/- থেকে ২২০/-)
ছাড়ার স্থান বাসের নাম ছাড়ার সময় পৌঁছানো সময়
বিআরটিসি বাস ডিপো ১। বিআরটিসি সার্ভিস (এসি) সকাল ৭.১৫ হতে রাত ৭ টা পর্যন্ত গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা
শাসনগাছা ২। তিশা সার্ভিস ৩। এশিয়া লাইন ৪। এশিয়া লাইন (এসি) সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৯.৩০ টা পর্যন্ত গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা
টমছমব্রীজ ৫। উপকূল সার্ভিস (এসি) ৬। প্রিন্স সার্ভিস ৭। কর্ডোভা সার্ভিস সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৯.৩০ টা পর্যন্ত গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা
হোটেল সালাহ উদ্দিন( শিক্ষা বোর্ড সংলগ্ন) ৮। প্রাইম সার্ভিস সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৯.৩০ টা পর্যন্ত গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা
এছাড়াও শাসনগাছা হতে অন্যান্য লোকাল বাস সার্ভিস আছে।

Google.com

5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button